ফেনী: ফেনীতে এতিম হাফেজদের ঈদের নতুন পোশাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা, ডেইলি অবজারভার সম্পাদক ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সদর উপজেলার ফতেহপুর বড় বাড়ি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় নতুন জামা দেওয়ার পর শিক্ষকদের কাছ থেকে মাদরাসার শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন তিনি।
এতিমখানার ৩০ জন হাফেজের হাতে ঈদের নতুন জামা-কাপড় তুলে দেন ইকবাল সোবহান। এ সময় তিনি বিভিন্ন মাদরাসার মুহতামিমদের হাতে এতিমদের জন্য যাকাতের অর্থ দেন।
হাফেজিয়া মাদরাসাটিকে পবিত্র কোরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান ইকবাল সোবহান। মাদরাসার উন্নয়ন ও সফলতার বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনাও করেন তিনি।
এ সময় তার স্ত্রী হেলেন ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সমাজসেবক ছালাহ উদ্দিন ভূঁঞা বেলাল, ফতেহ্পুর বড় বাড়ি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় মোহতামিম হাফেজ মাওলানা শামছুল হক, ফকির বাড়ি মসজিদের ইমাম মাওলানা নূর নবী চৌধুরী, ফতেহপুর জামেয়া রাহমানিয়া মাদরাসা ও এতিমখানার মোহতামেম মাওলানা মো. ইছহাক, ফতেহপুর আশরাফিয় হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মনির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইকবাল সোবহান চৌধুরী ফেনী সদর উপজেলার ফতেহপুরের কৃতি ব্যক্তিত্ব ও ফতেহপুর বড় বাড়ি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা।
বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এসএইচডি/আরবি