ঝিনাইদহ: ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ ও পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১২ জুন) সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার মাইকেল মধুসূদন অঞ্চল।
এসময় বক্তব্য দেন- বাংলাদেশ গ্রাম থিয়েটারের খুলনা বিভাগীয় সমন্বয়ক একরামুল হক লিকু, সম্প্রীতি বাংলাদেশ ঝিনাইদহের আহ্বায়ক এম সাইফুল মাবুদ, সাংস্কৃতিক কর্মী তাহেরা বেগম জলি, পারভেজ ইমাম আজাদ, জামাল হোসেন, মাসুদ বিশ্বাস, মিরাজ জামান রাজসহ অন্যান্যরা।
কর্মসূচি থেকে বক্তারা বলেন, সীমান্তবর্তী জেলায় দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে যাদের শারীরিক অবস্থা গুরুতর তাদের সু-চিকিৎসার জন্য জেলায় আইসিইউ নেই। তাদের
পাঠাতে হচ্ছে পার্শ্ববর্তী জেলাসহ ঢাকাতে। এজন্য তারা জেলার হাসপাতালে আইসিইউ’র দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ১২, ২০২১
আরএ