ঢাকা: ‘দাঁত আছে না বাবা, দাঁত আছে না বাবা, দাঁত, দাঁতগুলো দেখলে আমি চিনতে পারবো। ’ শুক্রবার (৯ জুলাই) বিকালে ঢাকা মেডিক্যালে নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত পুত্রবধূর মরদেহ শনাক্ত করতে এসে শাশুড়ি রাহিমা কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমরা বৌ যে আছিলো চার তলায়। ওটার ফ্লোরে যে আছিলো অফিসার মাহবুব সাব, আমার ছেলের বন্ধুর কাছে হের নম্বর আছিলো। হে ফোন দিসে আর এটুকু বলছে আমাদের একটু অক্সিজেনের দরকার। আমরা দম ফেলাইতে পারতেছি না। যেভাবে আগুন লাগছে চোখে ত দেহেন নাই। আমরা ত চেখে দেখছি পাখি হইলে উইড়াই যাইতাম। সাড়ে পাঁচটায় লাগছে আজকের দিন পর্যন্ত জ্বলছে’।
নিজেও একই কোম্পানির অন্য ভবনে কাজ করার কথা জানিয়ে রাহিমা বলেন, আমি চাকরি করি একুশ বছর ধরে। আমার কাজ ছিল অন্য ভবনে। চকলেট ও লিচু যেখানে হয় সেই ভবনের চারতলায় আমার বৌ আমেনা ছিল। সেখানে আগুন লাগে। আর পাশের আরেকটা ভবনে কাজ করতো আমার ছেলে।
আরও পড়ুন>>
>>>রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মরদেহ-স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু
>>>আগুনের ঘটনায় কারো গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা: র্যাব ডিজি
>>>‘একটু লাশ খুঁজে দেন’—মর্গে নিখোঁজদের ছবি নিয়ে স্বজনরা
>>>‘ভবনের ছাদে উঠার পথ বন্ধ থাকায় মৃত্যু বেড়েছে’
>>>রূপগঞ্জে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি
>>>অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তার ঘোষণা শ্রম প্রতিমন্ত্রীর
>>>রূপগঞ্জে অগ্নিকাণ্ড: অর্ধশতাধিক মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন
>>>নেভেনি আগুন, তৈরি হচ্ছে নিখোঁজদের তালিকা
>>>আগুনে পুড়ে অবশিষ্ট ছিল মরদেহগুলোর হাড়
>>>রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ৪৯ মরদেহ ঢামেক মর্গে
>>>সেজানের পোড়া কারখানা থেকে বের হলো ৫২ মরদেহ
>>>নিয়ন্ত্রণে আসেনি সেজান জুসের কারখানার আগুন, নিহত ৩
>>সেজান জুসের কারখানায় আগুন: কয়েকজন ঢামেকে ভর্তি
>>>রূপগঞ্জে সেজান জুসের কারখানায় আগুন, নিহত ২
>>>১৫ ঘণ্টাও নেভেনি আগুন, ফায়ার সার্ভিসের ক্লান্তিহীন চেষ্টা
>>>জুস কারখানায় অতিরিক্ত দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণে আসছে না আগুন
>>>জীবিত নেই কেউ, প্রিয়জনের খবর পেতে স্বজনদের অপেক্ষা
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
এসকেবি/এইসএমএস/এজেডএস/কেএআর