গাইবান্ধা: গাইবান্ধা সদরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে আনারুল ইসলাম রবিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৬ আগস্ট) দিনগত রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার দারিয়াপুর এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনারুল ইসলাম রবিন গাইবান্ধা পৌরসভার ০৫ নং ওয়ার্ডের বোর্ড বাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
এলাকাবাসী জানান, রাতে রাস্তা ফাঁকা থাকায় বেপরোয়া গতিতে সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধা শহরে ফিরছিলেন রবিন। পথে দাড়িয়াপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গাইবান্ধা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন।
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
এসআই