সিলেট: পেশায় দিনমজুর ইয়ার হোসেন। কাজ করেন নগরের কালিঘাটের একটি পাইকারি মুদি দোকানে।
একই অবস্থা নগরের বাগবাড়িতে কলোনীতে বসবাসকারী দিনমজুর মঙ্গল মিয়া, ভ্যানচালক তাজুল ইসলাম ও সাইফুর রহমানের পরিবারের। অভাবের সংসারে যখন নুন আনতে পান্তা ফুরায় এমন সময় বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিডেটের উদ্যোগে পেলেন খাবারসামগ্রী। তারা বলেন, কঠোর ‘লকডাউনে’ দোকানপাট বন্ধ। অনেক দিন ধরে কাজ নেই। এমন সময় খাবার তুলে দিল বসুন্ধরা গ্রুপ। খাবারসামগ্রী পেয়ে খুশির অন্ত নেই তাদের।
শিশু শ্রমিক রাব্বি কাজ করেন নগরের কালিঘাট মুসর ডাল পরিবেশকের কার্যালয়ে। নগরের মাছিমপুরের বাসিন্দা রাব্বির মা বিভিন্ন বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করেন। বসুন্ধরার খাবার প্যাকেট কাঁধে নিয়ে বেজায় খুশি সে।
করোনাকালে সিলেটে দিনমজুরদের পাশে দাঁড়ায় বসুন্ধরা গ্রুপ। মঙ্গলবার (১০ আগস্ট) বসুন্ধরা গ্রুপের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিডেটের উদ্যোগে এক হাজার ৬০০ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী নিতে নগরের কালিঘাটে রফিক অ্যান্ড ব্রাদার্সের সামনে ছিল লোকে লোকারণ্য।
এদিন বিকেলে সারিবদ্ধভাবে টোকেনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেন বসুন্ধরা গ্রুপের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিডেটের কর্মকর্তারা।
এ সময় খাবারসামগ্রী বিতরণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বসুন্ধরা গ্রুপের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিডেট সিলেটের এরিয়া সেলস ম্যানেজার মো. আকরামুল হাসান। সঙ্গে ছিলেন সুপারভাইজার (সেলস) মো. রাব্বি হাসান টুটুল।
এরিয়া সেলস ম্যানেজার মো. আকরামুল হাসান বাংলানিউজকে বলেন, কঠোর ‘লকডাউনে’ কর্মহীন হয়ে পড়া এক হাজার ৬০০ শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি করে চাল, ২ কেজি আটা, লবণ এক কেজি ও স্বাস্থ্য সুরক্ষায় এক প্যাকেট মাস্ক। এছাড়া হলুদ, মরিচ, ধনে, গুড়াসহ ১৬টির মতো ভোগ্যপণ্য সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়েছে।
** যশোরে করোনায় কর্মহীন মানুষের পাশে বসুন্ধরা গ্রুপ
** পুরান ঢাকার ৩০০ শ্রমিক পেলেন বসুন্ধরার উপহার
** খুলনায় ৬৬৫ শ্রমিক পেলেন বসুন্ধরার উপহার
** চাক্তাই-খাতুনগঞ্জের ৩০০ শ্রমিক পেল বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের উপহার
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এনইউ/আরবি