রাঙামাটি: ফের বাড়ানো হলো রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ। এবার ১০ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) বিকেলে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটির বিপণন ব্যবস্থাপক নৌ-কমান্ডার তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বাংলানিউজকে বলেন, কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ার কারণে এবং মাছের প্রাকৃতিক প্রজনন বাড়াতে এ সিন্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ০১ জুলাই খুলে দেওয়ার নিয়ম থাকলেও হ্রদে পানি না বাড়ায় প্রথমে ১০ দিন এরপর আরও ১০ দিন বাড়ানো হয়েছে। সর্বশেষ আরও ১০ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ০১ সেপ্টেম্বর থেকে হ্রদে মাছ ধরা যাবে।
রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ০১ মে মধ্যরাত থেকে কার্যকর হয়। হ্রদে কার্প জাতীয় মাছের বংশ বৃদ্ধি, পোনা অবমুক্ত করে মাছের উৎপাদন বাড়াতে এবং প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর বর্ষা মৌসুমে তিন মাস মাছ ধরা বন্ধ রাখা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
এসআরএস