ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীগামী ‘কমিউটার এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আগুন 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
ঈশ্বরদীগামী ‘কমিউটার এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আগুন 

পাবনা (ঈশ্বরদী): পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন রাজশাহীর রহনপুর-ঈশ্বরদীগামী আন্তনগর ৭৮ নম্বর ‘কমিউটার এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।  

শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটের সময় রাজশাহী-ঈশ্বরদী রেলরুটের নাটোরের আব্দুলপুর জংশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।  

পাকশি বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বাংলানিউজকে  জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবদুলপুর জংশন স্টেশনে পৌঁছানোর আগে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। তাৎক্ষণিক কর্মচারী ও ট্রেনে থাকা যাত্রীরা আগুন নিভিয়ে ফেলে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পাকশি বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, ঈশ্বরদী লোকোসেড থেকে রিলিফ ট্রেন একটি ইঞ্জিন নিয়ে রওনা হয়েছে কমিউটার এক্সপ্রেস ট্রেনটিকে নিয়ে আসার জন্য। এ ঘটনায় পাকশি বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মিজানুর রহমান জোয়াদ্দারকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  ঘটনা কি কারণে ঘটেছে, তা এক কার্যদিবসে (একদিনের মধ্যে) তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।