ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বেলতলা গ্রামে বিষপানে আত্মহত্যা করেছে স্বামী-স্ত্রী।
রোববার (২২ আগস্ট) বিকেলে ওই উপজেলার বেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলেন- হরিণাকুন্ডু উপজেলার বেলতলা গ্রামের আলী হোসেনের ছেলে রাহিন ইসলাম (৩০) ও মহেশপুর উপজেলার ডালভাঙ্গা গ্রামের আমির হোসেনের মেয়ে আখি খাতুন (২৫)।
স্থানীয়রা জানায়, দুপুরে রাহিনের শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে আসা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ জের ধরে বিকেলে তারা নিজ ঘরে এক সঙ্গে বিষপান করেন। খবর পেয়ে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা হাসপাতালে নিলে বিকেল ৪টার দিকে আখি মারা যান। আখির মৃত্যুর দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাহিন।
রাহিনের মা মঞ্জিলা খাতুন বাংলানিউজকে জানান, তিন মাস আগে রাহিন নিজ পছন্দে আখিকে বিয়ে করেন। তাদের মধ্যে পূর্ব পরিচয় ছিল। বিয়ের পর আখির বাবার বাড়ির লোকজন প্রায়ই তাদের বাড়িতে আসতো। এ নিয়ে তার ছেলে ও বউয়ের মধ্যে ঝগড়া হতো। এর জের ধরে বিকেল তিনটার দিকে তারা ঘরে থাকা বিষপান করে আত্মহত্যা করেন।
হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এনটি