নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে লিটন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শনিবার (২৮ আগস্ট) দিনগত রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত লিটন হবিগঞ্জ পাহাড়পুর এলাকার গৌর মনির ছেলে। তিনি ফতুল্লা স্টেডিয়ামের পশ্চিম পাশে সুপার স্টার বাল্ব কারখানার শ্রমিক।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ সাহা জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে গেছেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এমআরএ