ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি ৩ বান্ধবীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি ৩ বান্ধবীর

ঢাকা: ‘নিখোঁজের’ তিন দিনেও মেলেনি রাজধানীর পল্লবীর বাসা থেকে উধাও হওয়া কলেজপড়ুয়া সেই তিন বান্ধবীর সন্ধান। শিক্ষার্থীদের খোঁজ না পাওয়ায় চিন্তিত পরিবার।

তবে তাদের সন্ধানে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় পরিবারের কাউকে কিছু না বলে তিন শিক্ষার্থী নিজ নিজ বাসা থেকে বের হয়। এ সময় সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা, গহনা, স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল ফোন সেট নিয়ে যায়।

নিখোঁজ শিক্ষাথীর্রা হলেন- কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা প্রত্যেকে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে নিসা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, স্নেহা পল্লবী ডিগ্রি কলেজ ও কানিজ দুয়ারি পাড়া কলেজের শিক্ষার্থী।

এ ঘটনায় শুক্রবার (০১ অক্টোবর) নিখোঁজ নিসার মা মাহমুদা আক্তার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে যাদের আসামি করা হয়েছে, তারা হলেন- তরিকুল , রকিবুল ও জিনিয়া। এর মধ্যে জিনিয়া টিকটকে পরিচিত মুখ। আর তরিকুল ও রকিবুল সহোদর।

পরিবারের সদস্যদের অভিযোগ, বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে তিন বান্ধবীকে ঘর ছাড়া করেছে একটি নারী পাচারকারী চক্র। এজন্য তারা বাসা থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে।

‘নিখোঁজ’ এক ছাত্রীর বোন বলেন, ‘আমি শুনেছি পুলিশের জিজ্ঞাসাবাদে তরিকুল বলেছে আমার বোন ও তার বান্ধবীরা জাপান চলে গেছে। সে সব জানে। সে পাসপোর্ট অফিসে দালালি করে। সে হয়তো নিখোঁজ শিক্ষার্থীদের গোপনে পাসপোর্ট করে দিয়েছে। ’

এ বিষয়ে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব খান বাংলানিউজকে বলেন, ‘তিন শিক্ষার্থীর সন্ধানে আমরা অভিযান পরিচালনা করছি। রকিবুলকে জিজ্ঞাসাবাদ করেছি। সে জানিয়েছে, নিখোঁজ তিন বান্ধবী বিদেশ যাওয়ার পরিকল্পনা করছে। কিছুক্ষণ আগে টিকটকার জিনিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ’

টাকা, গহনা, সার্টিফিকেট নিয়ে ৩ বান্ধবী উধাও

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এমএমআই/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।