ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ

ঢাকা: রোহিঙ্গাদের সহায়তায় আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের মানবিক সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেজ লেনারসিস এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সফররত জেনেজ লেনারসিস এক ভিডিও বার্তায় জানান, রোহিঙ্গাদের সহায়তায় আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য ১০ মিলিয়ন ইউরো দেওয়া হবে। আর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবকাঠামো উন্নয়নে দুই মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।

জেনেজ লেনারসিস বাংলাদেশ সফরকালে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি সেখানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় প্রকল্প পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সফরকালে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

গত ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তিনদিনের সফরে  বাংলাদেশ এসেছেন জেনেজ লেনারসিস।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।