ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মোবাইল অ্যাপে মিলছে ফেনী পৌরসভার সেবা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
মোবাইল অ্যাপে মিলছে ফেনী পৌরসভার সেবা 

ফেনী: নাগরিক সেবায় অনন্য মাত্রা যোগ করেছে ফেনী পৌরসভা। সেবা পেতে এখন নাগরিকরা মেয়রের কাছে আর যেতে হবে না।

নিজেদের মোবাইলের একটি অ্যাপ থেকেই মিলছে সব ধরণের সেবা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ‘মেয়র ফেনী পৌরসভা’ নামের মোবাইল অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, এ মোবাইল অ্যাপটির মাধ্যমে মেয়রের সাক্ষাৎকার, নাগরিকদের যে কোনও ধরণের অভিযোগ, তথ্য প্রদান, কর্মকর্তাদের তথ্য, মেয়রের বার্তা, পৌরসভা সম্পর্কে ধারণা, ২৪ ঘণ্টা নাগরিক সেবাসহ মেয়রের দৈনন্দিন কর্মসূচি জানা যাবে।

এছাড়াও অ্যাপসটি মাধ্যমে মিলবে নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, পারিবারিক সনদ, ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রতিবন্ধী সনদ, পূনঃবিবাহ না হওয়া সনদ, ভোটার আইডি স্থানান্তর, নদী ভাঙনের সনদ, অনাপত্তি পত্র, একই নামের প্রত্যয়ন, অনুমতি পত্র, মৃত্যু সনদ, বার্ষিক আয়ের প্রত্যয়ন, ভূমিহীন সনদ, সনাতন ধর্মাবলম্বী সনদ, প্রত্যয়ন পত্র, নতুন হোল্ডিং, হোল্ডিং নামজারী, ভূমি ব্যবহার ব্যবস্থাপনা, পোষা প্রাণীর লাইসেন্স, প্রিমিসেন্স লাইসেন্স, রাস্তা খনন ও ইমারত নির্মাণ লাইসেন্সসহ বিভিন্ন সেবা।

এছাড়াও পৌরসভার এই অ্যাপস থেকে মিলবে নিকটস্থ থানা, ব্যাংক, ফায়ার, সার্ভিস, হাসপাতালসহ আরও বিভিন্ন ধরণের সেবা।

মেয়র বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে এবং সেবাকে হাতের মুঠোয় নিয়ে আসতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মোবাইল অ্যাপসটির মাধ্যমে যে কোনও নাগরিক খুব সহজেই পৌরসভার সব ধরণের সহায়তা পাবেন। মোবাইলে গুগল প্লে স্টোরে গিয়ে মেয়র ফেনী পৌরসভা লিখে সার্চ করলেই চলে আসবে অ্যাপটি। এরপর ইনস্ট্রল করেই কোন ধরণের ঝামেলা ছাড়াই ব্যবহার করা যাবে।

ফেনী ০২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে পৌরসভার একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে মোবাইল অ্যাপসটি উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এসএইচডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।