ফরিদপুর: ফরিদপুরে বাসচাপায় মো. তুহিন (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে জেলা সদরের কানাইপুরের মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ৯টার দিকে ওই এলাকায় ফরিদপুরগামী মোটরসাইকেলকে চাপা দেয় মাগুরাগামী একটি বাস। এতে ঘটনাস্থলেই আরোহী তুহিনের মৃত্যু হয়। নিহতের নাম জানা গেলেও বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
জেলার করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. আল-মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এসআরএস