পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুমন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকাডাঙ্গা নামকস্থানে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় সুমন। মালেকাডাঙ্গা নমকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক বাইসাইকেল আরোহীকে জায়গা দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বোদা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এনএইচআর