মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে তিন দিন পর যোগ দিয়েছে বিআইডব্লিউটিএর আরও একটি উদ্ধারকারী জাহাজ রুস্তম।
শনিবার (৩০ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে শিমুলিয়া ঘাট থেকে রুস্তম নামের উদ্ধারকারী জাহাজ যোগ দিয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান।
তিনি বাংলানিউজকে বলেন, ডুবে যাওয়া যানবাহনের মধ্যে আরও দুটি ট্রাক তোলা বাকি আছে, এ দুটি ট্রাক খুব দ্রুত সময়ের মধ্যে তোলা হবে। যানবাহনগুলো তোলার পর ফেরির উদ্ধারকাজ শুরু, সেজন্য আরও একটি উদ্ধারকারী জাহাজ রুস্তমকে আনা হয়েছে।
এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে নোঙর করার পর আমানত শাহ নামে রো রো ফেরি কাত হয়ে ডুবে যায়। ফেরিটি কাত হওয়ার আগে তিনটি ট্রাক নামতে পারলেও বাকি ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান পদ্মা নদীতে তলিয়ে যায়। তবে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
**চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
আরএ