ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: দিনাজপুরে সাংবাদিক সমাজের প্রতিবাদ 

ডিস্ট্রিক্ট করেসপডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: দিনাজপুরে সাংবাদিক সমাজের প্রতিবাদ  ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীয়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক সমাজ।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইদ্রিস আলী, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মাই টিভির জেলার প্রতিনিধি ও দিনাজপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য মুকুল চ্যাটার্জি, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও দিনাজপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, চ্যানেলটোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি বিপুল সরকার সানি, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি কুরবান আলী, নব চেতনার দিনাজপুর জেলা প্রতিনিধি আব্দুল সাত্তার, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি ইউসুফ আলী, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের দিনাজপুর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দিনাজপুর সংবাদপত্র হোকার্স ইউনিয়নের সভাপতি জাফর আলী, বাংলাদেশ ইঞ্জিনিয়ার শিল্প মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলি আকবর, কৃষক সমিতির সাধারণ সম্পাদক দয়ারাম রায় প্রমুখ।  

মানববন্ধনে বক্তরা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি শিল্পপতি। সেই যায়গায় একজন শিল্পপতি হত্যার পরিকল্পনা অবিলম্বে দেশের অর্থনীতিকে পঙ্গু করার সামিল। শুধু সায়েম সোবহান আনভীর নয়, দেশের কোনো নাগরিককে এভাবে হত্যাচেষ্টা অত্যন্ত নেক্কারজনক ঘটনা। সায়েম সোবহান আনভীরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তা দেশের মিডিয়া জগৎকে হুমকি দেওয়া হয়েছে বলে আমরা মনে করি। সরকার এ ঘটনার পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নেবে বলে আশাবাদী।  

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী জুমার নামাজের সময় গুলি করে হত্যার ষড়যন্ত্র হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ (২৩) নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শুক্রবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়। অভিযোগটি তদন্ত করছেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা হাসান মাসুদ। তিনি আদালতে অভিযুক্ত সাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানায়, পবিত্র জুমার নামাজ চলাকালে সায়েম সোবহান আনভীরকে গুলি করে হত্যার প্রস্তুতি ছিল তার। পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীর নির্দেশে হত্যার এ পরিকল্পনার কথা স্বীকার করেন তিনি।  

এর আগে, দুধের মধ্যে বিষ মিশিয়ে এবং ছুরিকাঘাতে হত্যার ষড়যন্ত্র করেছিল সংঘবদ্ধ চক্রটি। তবে একাধিকবার চেষ্টা করেও সেসব পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয় তারা।

আরও পড়ুন: 
বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: সাদের রিমান্ডের আদেশ বিকেলে

বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: তিনদিনের রিমান্ডে সাদ
বসুন্ধরার এমডিকে একাধিকবার হত্যাচেষ্টা, পটিয়ার যুবক আটক
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা, চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের নিন্দা
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতার দাবি
শীর্ষ ব্যবসায়ীদের হত্যার পাঁয়তারা অর্থনীতি ধ্বংসের নীলনকশা
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: প্রতিবাদে মানববন্ধন
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা, খুলনার ব্যবসায়ী নেতাদের নিন্দা
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: দেশজুড়ে প্রতিবাদের ঝড়

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা, বিনিয়োগ ও কর্মংস্থানের জন্য হুমকি

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।