ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

নীলফামারীর নতুন ডিসি ইয়াসির আরেফীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
নীলফামারীর নতুন ডিসি ইয়াসির আরেফীন খন্দকার ইয়াসির আরেফীন

নীলফামারী: কৃষিমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) খন্দকার ইয়াসির আরেফীনকে নীলফামারীর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব পদে বদলি হওয়া নীলফামারীর বর্তমান ডিসি মো. হাফিজুর রহমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন তিনি।

 

বুধবার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব কে এম আল-আমীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে খন্দকার ইয়াসির আরেফীনকে নীলফামারী ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে গত ০৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনমূলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নাফিসা আরেফিনকে নীলফামারী ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট, নীলফামারী হিসেবে বদলীর আদেশে তার জন্য প্রযোজ্য অংশটুকু তার জন্য বাতিল করার কথা উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।