ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিডনিজনিত রোগে আক্রান্ত জবি শিক্ষার্থীর মৃত্যু 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
কিডনিজনিত রোগে আক্রান্ত জবি শিক্ষার্থীর মৃত্যু  উম্মে নিসা জীম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উম্মে নিসা জীম নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন।  

তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে বাংলানিউজকে উম্মে নিসা জীমের বাবা এ তথ্য নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টা ১০ মিনিটে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি৷ তার বাড়ি বগুড়া জেলার আদমদিঘী উপজেলায়।  

জীমের বাবা জানান, জীম দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগ, রক্তশূন্যতা, পায়ের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। ২০১১ সালে শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর একটি হাসপাতালে প্রায় দেড় মাস কোমায় ছিলেন জীম। প্রায় সবসময়ই সে রোগাক্রান্ত থাকতো।  

জীমের সহপাঠীরা জানান, অসুস্থ অবস্থায়ও ২য় সেমিস্টারের দুইটি কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল জীম। কিন্তু অসুস্থতা বেড়ে যাওয়ায় জীম পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারেনি৷ 

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, জীম অনেকদিন ধরে অসুস্থ ছিল, ভর্তির পর থেকেই তার প্রতি আমাদের খেয়াল ছিল৷ কিন্তু জীম এত তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবতে পারিনি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি, আমাদের বিভাগ সবসময়ই পাশে থাকবে৷  

এদিকে উম্মে নিসা জীমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। তাদের চলমান সেমিস্টার পরীক্ষা এক সপ্তাহ পেছানো হয়েছে। সহপাঠীকে শেষ বিদায় জানাতে তার বাড়ির দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা৷

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।