ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে ২০২৪, ১৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মদিনে ১০২ পাউন্ডের কেক কাটলেন আমতলীর মেয়র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিনে ১০২ পাউন্ডের কেক কাটলেন আমতলীর মেয়র

বরগুনা: ১০২ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্যাপন করেছেন বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, আলোচনা সভা, র‌্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং পৌরসভায় কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন করা হয়।

 

এসময় ১০২ পাউন্ডের কেক কেটে উপস্থিত সবাইকে খাওয়ানো হয়। মেয়র নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে ১০২ পাউন্ডের কেকের বিষয়টিসহ এদিনের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন।

পৌর মেয়র ছাড়াও এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাডভোকেট এম মনিরুল ইসলাম মনি, সোহেলী পারভীন মালা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুদ্দিন সানুসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এসআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।