ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

এক বার্তায় অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্বাধীনতার ৫১তম বার্ষিকী উদযাপনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।

গত পাঁচ দশক ধরে আমাদের অব্যাহত সহযোগিতা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করছে।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ, যেন আমাদের উভয় দেশ একসঙ্গে উন্নতি করতে পারে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।