ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইন্দো-প্যাসিফিকে বাংলাদেশের বিশেষ সম্পৃক্ততা চায় ইইউ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
ইন্দো-প্যাসিফিকে বাংলাদেশের বিশেষ সম্পৃক্ততা চায় ইইউ ছবি: শাকিল

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক বিশেষ দূত গ্যাব্রিয়েল ভিসেন্টিন বলেছেন, ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের বিশেষ সম্পৃক্ততা চায় ইইউ। এর মধ্য দিয়ে বাংলাদেশের লক্ষ্য অর্জন আরও সহজ হবে।

 

শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন বিশেষ দূত গ্যাব্রিয়েল ভিসেন্টিন।  

তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতির ৬০ শতাংশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মধ্য দিয়ে হয়ে থাকে। এছাড়া বিশ্বের দুই তৃতীয়াংশ বাণিজ্য এ অঞ্চল দিয়ে নিয়ন্ত্রিত হয়। সে কারণে এ অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্যাব্রিয়েল ভিসেন্টিন বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল ঘিরে ইইউ সাতটি লক্ষ্য ঘোষণা করেছে। এসব লক্ষ্যের মধ্যে রয়েছে- অর্থনীতি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলা, সমুদ্র সুশাসন, ডিজিটাল অংশীদারিত্ব, কানেকটিভিটি ও সমুদ্র নিরাপত্তা। এসব লক্ষ্যের সঙ্গে বাংলাদেশের লক্ষ্যের সামঞ্জস্যপূর্ণ। তাই ইন্দো-প্যাসিফিকে বাংলাদেশের বিশেষ সম্পৃক্ততা চাই আমরা।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক ঘিরে ইইউ’র কৌশলে চীনের যোগ দেওয়া প্রয়োজন। কেননা চীন এখন অনেক বড় অর্থনৈতিক শক্তি।

অপর এক প্রশ্নের উত্তরে গ্যাব্রিয়েল ভিসেন্টিন বলেন, ইইউ রোহিঙ্গা সঙ্কটের সমাধান চায়। রোহিঙ্গা এখন শুধু বাংলাদেশের একার সমস্যা নয়। এটা সবারই সমস্যা। রোহিঙ্গা সঙ্কট সমাধানে ইইউ অগ্রণী ভূমিকা পালন করছে। এ সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
    
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।