ঢাকা, শনিবার, ১ আষাঢ় ১৪৩১, ১৫ জুন ২০২৪, ০৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফসলি জমির মাটি কাটায় নবীগঞ্জে ২ জনকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
ফসলি জমির মাটি কাটায় নবীগঞ্জে ২ জনকে কারাদণ্ড

হবিগঞ্জ: ফসলি জমি থেকে বিক্রির উদ্দেশ্যে মাটি কাটার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আট নম্বর সদর ইউনিয়নের রসুলগঞ্জ গ্রামে দুই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ এ দণ্ড দেন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে নবীগঞ্জ থানা পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ওই উপজেলার ছোট আলীপুর গ্রামের সাইফুর রহমান সাইফুল (৩৫) ও পূর্ব তিমিরপুর গ্রামের সাফু মিয়া (৩৫)।  

উত্তম কুমার দাশ বাংলানিউজকে জানান, ওই দুই ব্যক্তি এক্সকেভেটর দিয়ে রসুলগঞ্জ গ্রামে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি থেকে বিক্রির উদ্দেশ্যে মাটি কাটছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এ সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) অনুযায়ী তাদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ওই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।