ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মঙ্গলবার থেকে মোংলা বন্দর জেটির কাজ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মে ৯, ২০২২
মঙ্গলবার থেকে মোংলা বন্দর জেটির কাজ বন্ধ

বাগেরহাট: ঘূণিঝড় অশনির কোনো প্রভাব পড়েনি মোংলা বন্দরে। সোমবার (০৯ মে) দুপুর পর্যন্ত মোংলা বন্দরের সব কাজ স্বাভাবিক রয়েছে।

তবে আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা (সিগনাল) চার নম্বরে পৌঁছালে মোংলা বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।  

এছাড়া মঙ্গলবার থেকে মোংলা বন্দরের জেটি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় অশনির কোনো বিরূপ প্রভাব মোংলা বন্দরে এখনও পড়েনি। মোংলা বন্দরের সব কাজকর্ম স্বাভাবিক রয়েছে। বন্দর জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আশ্রয় নিয়েছে। কোস্টগার্ডের জাহাজও বন্দর জেটিতে নোঙর করার কথা রয়েছে। এর ফলে বন্দর জেটিতে অন্য জাহাজ নোঙরের সুযোগ থাকবে না। এজন্য মঙ্গলবার থেকে মোংলা বন্দরের জেটির কার্যক্রম বন্ধ থাকবে।

কমান্ডার শেখ ফখর উদ্দীন আরও বলেন, অশনির আঘাতের ফলে আবহাওয়া অধিদপ্তরের সিগনাল চার নম্বরে পৌঁছালে মোংলা বন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হবে। এ সময়ে বন্দর চ্যানেলেও জাহাজ চলাচল করতে পারবে না। কোস্টার জাহাজ যেগুলো থাকবে সেগুলোকে নিরাপদে নেওয়া হবে। তবে সিগনাল চার না হওয়া পর্যন্ত বন্দরের অন্যান্য কাজ স্বাভাবিকভাবে চলবে।
 
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।