ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুন ২, ২০২২
ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলার ঘটনায় মামলা

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের গোবিন্দপুর এলাকায় পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের প্রচারে হামলার ঘটনায় মামলা হয়েছে।  

বুধবার (১ জুন) দিনগত রাতে ঝিনাইদহ সদর থানায় প্রার্থীর ভাই আবু শাহরিয়ার জাহেদী প্রজ্জল বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামী করে মামলাটি করেন।

তবে এ মামলায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বুধবার রাতে শহরের ঘোপাঘাটা নতুন ব্রিজ এলাকায় সতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের নির্বাচনী গণসংযোগ চলাকালে প্রতিপক্ষ হামলা চালায়। সেসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীসহ অন্তত ৫ জন আহত হন।  

ওই ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

>>ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৫

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুন ২, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।