ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ব্রিজের ওপর বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মোল্লা (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ ওই উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, গোপালগঞ্জের পাটগাতি থেকে ঢাকা যাচ্ছিল ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামে যাত্রীবাহী একটি বাস। পথে হরিদাসপুর ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ট্রাকচালক। তাকে উদ্ধার ক‌রে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।