ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

মুক্তিপণ না পেয়ে বৃদ্ধকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
মুক্তিপণ না পেয়ে বৃদ্ধকে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মুক্তিপণ না পেয়ে তৈমুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যা করেছে দূর্বৃত্তরা।  

বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার বাবুডাইংয়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

 
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-নিমগাছী সরকার পাড়ার তৈমুর রহমানকে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা অপহরণ করে বাবুডাইং জঙ্গলে আটকে রেখে তার স্বজনদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ দাবি করে। তার স্বজনরা দুই দফায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের দেওয়া নম্বরে ১৫ হাজার টাকা পাঠান। পরে তারা আরও বেশি টাকা দাবি করলে তার মেয়ে নাসরিন খাতুন বাদী হয়ে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পরে টাকা না পেয়ে অপহরণকারীরা তৈমুর রহমানকে হত্যা করে মরদেহ বাবুডাইং এলাকার জঙ্গলে ফেলে পালিয়ে যায়।  

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, মোবাইল ফোন নম্বর ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।