ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শুক্রবার শুরু ‘বাংলার গঞ্জি মেলা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
শুক্রবার শুরু ‘বাংলার গঞ্জি মেলা’

ঢাকা: আগামী ৪ ও ৫ নভেম্বর রাজধানীর সফিউদ্দীন শিল্পালয়ে বাংলার গঞ্জি মেলা-২০২২ ও টি-শার্ট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিগত ৪টি সফল প্রদর্শনীর ধারাবাহিকতায় এটি ব্র্যান্ডটির পঞ্চম আয়োজন।

২০২২ সালের এই প্রদর্শনীর সব থেকে উল্লেখযোগ্য দিক হচ্ছে মেলায় প্রয়াত কিংবদন্তি রক আইকন আইয়ুব বাচ্চুর স্মৃতিস্মারক প্রদর্শন করা হবে। এর মাঝে আইয়ুব বাচ্চুর ব্যবহৃত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গিটার, টি-শার্ট থাকবে। তাই প্রদর্শনীটির থিম ‘হারানো বিকেলের গল্প’।

শুক্রবার (নভেম্বর ৪) সকাল প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রয়াত বরেণ্য সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা।

বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে বাংলার গঞ্জি একটি জনপ্রিয় টি-শার্ট ব্র্যান্ড। বাংলা ক্যালিগ্রাফি, ফন্ট আর্ট, যাপিত জীবনের হাস্যরসকে উপজীব্য করে এই টি-শার্টগুলো ডিজাইন করা। যা আজ বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ