ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দ সুলতান উদ্দিনের নেতৃত্বে ১০ সদস্যের শ্রম সংস্কার কমিশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
সৈয়দ সুলতান উদ্দিনের নেতৃত্বে ১০ সদস্যের শ্রম সংস্কার কমিশন

ঢাকা: বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের শ্রম সংস্থার কমিশন গঠন করা হয়েছে।

শ্রম অধিকার ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে ‘শ্রম সংস্কার কমিশন’ গঠনের জন্য প্রধান উপদেষ্টার অনুশাসন রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী ‘শ্রম সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে।

শ্রম সংস্কার কমিশনে সদস্য হিসেবে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মাহফুজুল হক; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক ড. জাকির হোসেন; বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি তপন দত্ত; বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম নাসিম; বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি ম. কামরান টি রহমান; বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম; বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিল আখতার চৌধুরী; আলোকচিত্রী ও শ্রমিক আন্দোলনের সংগঠক তাসলিমা আখতার এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি।

উপদেষ্টা পরিষদ বিভাগ জানায়, কমিশন অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।