ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার হাতে বাংলার স্বাধীনতা অরক্ষিত ছিল: জাগপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
শেখ হাসিনার হাতে বাংলার স্বাধীনতা অরক্ষিত ছিল: জাগপা

ঢাকা: লাখো শহীদদের রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাতে অরক্ষিত ছিল এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাগপার সভাপতি আবু মোজাফফর মো. আনাছ বলেছেন, ২০২৪’র জুলাই-আগস্টের রক্তঝরা ইতিহাসের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে পেরেছি এবং মহাবিপদ থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। নতুবা দিল্লি ও হাসিনা যৌথভাবে বাংলাদেশকে গণহত্যার বধ্যভূমিতে পরিণত করতো।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাগপা চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে চট্টগ্রাম স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।  

এ সময় উপস্থিত ছিলেন- জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া আক্তার রুপা, জাগপা চট্টগ্রাম মহানগর জাগপার সাধারণ ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, জেলা জাগপার সহ-সভাপতি বকুল আক্তার, গোলাম কিবরিয়া, নাসিমা আক্তার, মো. রাসেল, মো. মাহফুজ, মো. আরমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।