ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

রাজনীতি

সব ইসলামি সংগঠনকে একক ব্যালট বাক্স পাঠাতে হবে: জামায়াত নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
সব ইসলামি সংগঠনকে একক ব্যালট বাক্স পাঠাতে হবে: জামায়াত নেতা বরিশাল মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল শিক্ষাবৈঠক

বরিশাল: সব ইসলামি সংগঠনকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে একক ব্যালট বক্স পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল জেলা আইনজীবী ভবনে বরিশাল মহানগর জামায়াতের ‘ইউনিট দায়িত্বশীল শিক্ষাবৈঠকে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জুলম করে আদর্শ ধ্বংস করা যায় না। গত ১৫ বছর জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবিরের ওপর চরম জুলুম নির্যাতন হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, জালেমরা পালিয়ে গেছে কিন্তু মজলুমেরা ঠিকই টিকে আছে। আমাদের জান-প্রাণ দিয়ে কাজ করতে হবে এদেশের মানুষকে জুলুমের হাত থেকে বাঁচানোর জন্য।

বর্তমান সরকারের কাছে শিশু শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত সব ক্লাসের শিক্ষার্থীদের জন্য কুরআনের শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর এই নেতা।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন গণমানুষের দলে পরিণত হয়েছে, এখন এদেশের গণমানুষের প্রিয় নেতা আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। সারা বাংলাদেশের মানুষের কাছে জামায়াত এখন বিশ্বস্ত দল, মানুষ এখন জামায়াতকে আগামী দিনে ক্ষমতায় দেখতে চায়।

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি।

মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, তারিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, আব্দুস সত্তার, জাফর ইকবাল, শামীম কবির, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।