ঢাকা, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৫ মার্চ ২০২৫, ০৪ রমজান ১৪৪৬

রাজনীতি

বিমানবন্দর থেকে চাঁদপুরের যুবলীগ নেতা ছেলেসহ গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
বিমানবন্দর থেকে চাঁদপুরের যুবলীগ নেতা ছেলেসহ গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে তারা গ্রেপ্তার হন বলে পরিবারের লোকজন জানান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদ আলী ও তার ছেলে রাকিবের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলা রয়েছে। গত বছর ৫ আগস্টের পর তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তারা উভয়ে এর আগে পুরান বাজারের একটি হত্যা মামলার আসামি ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিমানবন্দর থানা থেকে আমাদের জানিয়েছে। চাঁদপুর থেকে বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে। তাদের আনা হলে বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।