পঞ্চগড়: ভ্যানে চড়ে নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন গ্রামে ছুটছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দলের প্রচারণায় করছেন পথসভা।
বুধবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত তৃতীয় দিনের মতো উপজেলার ধামোর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেন এ তরুণ রাজনীতিক।
পথসভায় অংশ নিয়ে সাংবাদিকদের সারজিস আলম বলেন, আমরা তরুণ প্রজন্ম একসঙ্গে হয়ে যারা এই গণঅভ্যুত্থান ঘটিয়েছি এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতি করতে ইচ্ছুকদের নিয়ে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। আর এর মাধ্যমে মানুষ কীভাবে আছে এবং তারা কী চায় তা জানতে গ্রাম, গঞ্জ, ইউনিয়ন এবং উপজেলায় গিয়ে পথসভা করছি।
তিনি বলেন, নতুন দল এনসিপির পক্ষ থেকে প্রত্যেকটি গ্রাম-গঞ্জ, ইউনিয়ন এবং উপজেলায় গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই। কারণ, আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই। তারা মাঠ পর্যায়ে গিয়ে দেখলে আসল বিষয়টা বুঝতে পারব।
তরুণ এ রাজনীতিক বলেন, এনসিপির পক্ষ থেকে পুরো বাংলাদেশে আমরা যারা রয়েছি, তারা সকল মানুষের সঙ্গে কাজ করতে চাই। সে বিষয়গুলো মাঠে গিয়ে তুলে ধরছি। কারণ, খুব স্বাভাবিকভাবেই গ্রামেগঞ্জে আমার পার্টির নাম ও মার্কার নাম জানা দরকার। আমি কি কাজ করতে চাই। আমার মন-মানসিকতা কেমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি শুধু নির্বাচনের সময় আসি নাকি অন্য সময় আসি, না জনগণের দরকার তখন আসি। এই জিনিসগুলো নিয়ে আমরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ করছি। এভাবে আমরা দলের পক্ষ থেকে মাঠ পর্যায়ে গিয়ে মানুষের সঙ্গে মিশব, মানুষের ব্যথা শুনব এবং সে অনুযায়ী কাজ করব।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম তুলে ধরে সারজিস বলেন, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য দেড় হাজারের অধিক মানুষকে খুন করেছে। কারণ, তিনি জনগণের ভোটে নির্বাচিত হন নাই। তাই বিগত তিনবারের মতো টিকে থাকতে সেই বল প্রয়োগের চেষ্টা করে এই হাসিনা।
একই দিন রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত ছবিসহ একটি পোস্ট করেছেন সারজিস। সেখানে তিনি লিখেছেন, নতুন এই পথ চলার বাঁকে বাঁকে আমরা অভিজ্ঞতা অর্জন করব। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলব। আমাদের এই যাত্রা অসীমের অন্তে। জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশকে নিয়ে দেখা স্বপ্নগুলো নিয়ে গ্রামগঞ্জ ,হাটবাজার থেকে শুরু করে প্রতিটি বাড়ির দরজায় আমরা উপস্থিত হব শিগগিরিই।
জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে সরকারের কাছে জনগণের দাবি:
* সিন্ডিকেট করে চায়ের ন্যায্য মূল্য হতে চা-চাষিদের বঞ্চিত করা বন্ধ করতে হবে। চা-চাষিরা কিছু ব্যবসায়ীর হাতে আর জিম্মি হয়ে থাকতে চায় না।
* গুরুত্বপূর্ণ স্থানীয় কাঁচা সড়কগুলো প্রায়োরিটির ভিত্তিতে দ্রুততম সময় পাকা করতে হবে।
এর আগে গত সোমবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে আসেন সারজিস আলম। প্রথমে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। সারজিস আলমের বাড়ি আটোয়ারী উপজেলায়।
এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো ব্যাটারিচালিত ভ্যানে করে গ্রামের বিভিন্ন পেশার মানুষের কাছে ছুটে যাওয়ার পর বুধবার ৩য় দিনের মতো ছুটে গিয়ে মতবিনিময় করেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এসএএইচ