ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

পাবনা পৌর মেয়রকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
পাবনা পৌর মেয়রকে শোকজ কামরুল হাসান মিন্টু

পাবনা: পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। আগামী ১০ দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।



পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী রকিব হাসান টিপুর আবেদনের পরিপ্রেক্ষিতে পাবনার ১নং জেলা যুগ্ম জজ আদালতের বিচারক বিশ্বনাথ মন্ডল এ আদেশ দেন।

শনিবার (০৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে মামলার বাদী রকিব হাসান টিপু সংবাদকর্মীদের হাতে আদেশের নথি তুলে দেন।

পাবনার ১নং জেলা যুগ্ম জজ আদালতের পেসকার আতাউর রহমান বাংলানিউজকে জানান, নির্বাচন ট্রাইব্যুনালে মামলায় বাদী রকিব হাসান টিপু পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচনী কাজে সংশ্লিষ্ট কর্মকর্তা ও নবনির্বাচিত মেয়র কামরুল হাসান মিন্টুসহ ২২ জনকে বিবাদী করেছেন।

অভিযোগে টিপু জানিয়েছেন, পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের দিন  কয়েকটি ভোটকেন্দ্রে কারচুপি, প্রার্থীর মনোনীত পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়া বের করে দেওয়া, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্তৃক আওয়ামী লীগ কর্মীদের মারধর করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কয়েকটি কেন্দ্রে বিজয়ী প্রাথীর (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতীকে সিল মারার সুযোগ করে দেওয়া হয়েছে।

পরে বিচারক অভিযোগ আমলে নিয়ে মেয়র কামরুল হাসান মিন্টুকে নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।