ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

মিরসরাইয়ে ছাত্রলীগের মারধরে ‍ভাই-বোন আহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
মিরসরাইয়ে ছাত্রলীগের মারধরে ‍ভাই-বোন আহত

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ইরফানুল আহসান ফয়সাল নামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা।

শনিবার (০৫ মার্চ) দুপুরে উপজেলার নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

এ সময় ফয়সালকে রক্ষা করতে এসে মারধরের শিকার হন তার বোন আফসানা নাজনীন চুহি।

নাজনীন নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাকে শুরুতে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।

আহত ফয়সাল জানান, সকালে তিনি বোনের সঙ্গে তার কলেজ ক্যাম্পাসে যান। এ সময় ছাত্রলীগের কয়েক কর্মী তাকে কলেজের পেছনে যেতে বলেন। তিনি অপারগতা জানালে  কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের নেতৃত্বে ৮-১০ জনের একটি গ্রুপ তাকে এলোপাতারি মারতে শুরু করেন। এ সময় তার বোন নাজনীন তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

ফয়সাল আরো জানান, তিনি প্রিমিয়ার  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য। কিন্ত কেন তার ওপর হামলা হয়েছে তা তিনি জানেন না।

এ বিষয়ে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. রফিক উদ্দিন বাংলানিউজকে জানান, মেয়েটি অন্তঃসত্ত্বা বলে তিনি শুনেছেন।

তবে হামলাকারীদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুর রানা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।