ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়া জঙ্গিবাদের কেয়ারটেকার

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, মার্চ ৫, ২০১৬
খালেদা জিয়া জঙ্গিবাদের কেয়ারটেকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: জঙ্গিবাদ, সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন এই তিন যুদ্ধে জয়ী হতে হলে জঙ্গিবাদের কেয়ারটেকার খালেদা জিয়ার সঙ্গে কোনো আপস নেই বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, বাংলাদেশকে আরো এক ধাপ উপরে তুলতে হবে।

সেই ধাপে তুলতে হলে আমাদের তিনটি যুদ্ধে জয়লাভ করতে হবে। যুদ্ধ তিনটি হলো, জঙ্গি দমনের যুদ্ধ, নিজের শক্তিতে উন্নয়নের যুদ্ধ এবং বৈষম্য অবসান ও সুশাসনের যুদ্ধ। এই তিন যুদ্ধে এখন আমাদের প্রতিপক্ষ  জঙ্গিবাদের পাহারাদার বেগম খালেদা জিয়া ও বিএনপি।

শনিবার (০৫ মার্চ) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনু আরো বলেন, সাম্পতিককালে বিএনপি ও জঙ্গিবাদ আগুন যুদ্ধে পরাজিত হলেও এখনো হার স্বীকার করেনি। জনগণের কাছে ক্ষমা চায়নি। বিএনপি বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও সংবিধানের মহাশত্রু।

জেলা জাসদের সভাপতি একরামুল ইসলাম স্বপনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, কেন্দ্রীয় সদস্য শিরিন আখতার, রেজাউল করীম তানসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াৎ রাংগা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ