ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

‌ইউপি নির্বাচন

শ্রীনগরে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা

‌ইউপি নির্বাচন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
শ্রীনগরে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা তাজুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।

শনিবার (০৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় ভাঙচুরের ছবি তুলতে গিয়ে যুবলীগ কর্মীদের ‍মারধরের শিকার হন স্থানীয় দুই সাংবাদিক অধির রাজবংশী ও মীর রাতুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ছিল শ্রীনগর উপজেলা ইউপি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন। বিকেলে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল লস্কর ও দেউলভোগ এলাকার পারভেজের ছেলে ছাত্রলীগ নেতা প্রিন্সের নেতৃত্বে একদল যুবক বিএনপি নেতা তাজুলের বাড়িতে হামলা করে ভাঙচুর করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছবি তোলার সময় অধির রাজবংশী ও মীর রাতুলকে মারধর করে তাদের ক্যামেরা ভেঙে ফেলেন যুবলীগের কর্মীরা। পরে রাতুলকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি শ্রীনগর সার্কেল) মো. সামসুজ্জামান বাবু বাংলানিউজকে জানান, হামলায় জড়িতদের গ্রেফতারে শ্রীনগর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।