ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

রূপগঞ্জে ২ প্রার্থীকে আ.লীগের সমর্থন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
রূপগঞ্জে ২ প্রার্থীকে আ.লীগের সমর্থন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) দুই ইউপিতে চেয়ারম্যান পদে দুইজনকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (০৫ মার্চ) সন্ধ্যায় আওয়ামী লীগের পৃথক বর্ধিত সভায় ভুলতা ইউপিতে বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়াকে ও গোলাকান্দাইল ইউপিতে মনজুর হোসেন ভূঁইয়াকে সমর্থন দেওয়া হয়।



পৃথক বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  স্থানীয় সংসদ সদস্য বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সাইফুল ইসলাম, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন, সাধারণ সম্পাদক বাবুল ভূঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুর হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।