ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

১১ বছর পর

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন

রেজাউল করিম বিপুল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন

ফরিদপুর: দীর্ঘ ১১ বছর পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। কেন্দ্রীয় নির্দেশের পর শনিবার (০৫ মার্চ) দলের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়।



বোববার (০৬ মার্চ) ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন ও দফতর সম্পাদক সাহেব সরোয়ার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় ৭১ সদস্যের মধ্যে ৫৭ জন উপস্থিত ছিলেন।

সভায় প্রস্তুতি কমিটিসহ সম্মেলন সুষ্ঠুভাবে সফল করতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, সদর আসনের এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ মে জেলার আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রায় ৮ মাস পর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সূত্র আরও জানায়, দলীয় আন্তঃ কোন্দলের কারণে তিন বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটি অকার্যকর ছিল। ২০১৩ সালের ১ জুন গণভবনে ফরিদপুর জেলার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সভানেত্রীর সঙ্গে সংলাপের পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় যুগ্মসম্পাদক সৈয়দ মাসুদ হোসেনকে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।