ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

সোনাগাজী পৌর নির্বাচন

এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফেনী: ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ ও তার শ্যালক স্বতন্ত্র মেয়র প্রার্থী আবু নাছের এবং নাছির উদ্দিন রিপনের বিরুদ্ধে।

রোববার (০৬ মার্চ) বিকেলে জামাল উদ্দিন নামে ৬নং ওয়ার্ডের এক ভোটার সহকারী রিটার্নিং অফিসার মাইনুল হকের কাছে এ অভিযোগ করেন।



অভিযোগে বলা হয়, নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন স্বতন্ত্র প্রার্থী আবু নাছের ও তার সমর্থক নাছির উদ্দিন রিপন এমপির গাড়িবহরে ছিলেন। এক্ষেত্রে এমপি তাদের সহায়তা করেছেন।

সহকারী রিটার্নিং অফিসার মাইনুল হক বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।