ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘যুদ্ধাপরাধের বিচার নিয়ে কারো কোনো মন্তব্য করা ঠিক নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
‘যুদ্ধাপরাধের বিচার নিয়ে কারো কোনো মন্তব্য করা ঠিক নয়’ বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ/ফাইল ফটো

ঢাকা: যুদ্ধাপরাধের বিচার নিয়ে কারো কোনো কথা বলা ঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
 
তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে।

এটা বিচার বিভাগের বিষয়। বিচারাধীন বিষয়ে কারো কোনো মন্তব্য করা ঠিক নয়।
 
সোমবার (০৭ মার্চ) সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
 
সম্প্রতি যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকারের অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তোফায়েল আহমেদ।
 
জঙ্গিবাদ বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। জঙ্গিদের কোনো ছাড় দেওয়া হবে না।
 
বাংলাদেশে বিএনপি-জামায়াত জঙ্গি তৎপরতা শুরু করে বলেও মন্তব্য করেন তিনি।
 
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, ৭ মার্চ গোটা বাঙালিকে ঐক্যবদ্ধ করেছে, নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র বাঙালিতে পরিণত করেছে। যেখানে মুক্তিযুদ্ধের সব নির্দেশনা ছিলো। ৭ই মার্চ আমাদের অনুপ্রেরণা।
 
তিনি বলেন, মূলত ৭ মার্চ বঙ্গবন্ধু ‘অনানুষ্ঠানিকভাবে’ স্বাধীনতার ঘোষণা দেন। পরে ২৬ মার্চ প্রথম প্রহরে গ্রেফতার হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান।
 
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া কোনো কথা বললে মনে হয় পাকিস্তানি প্রতিনিধি কথা বলছে। মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। এটা প্রতিষ্ঠিত, অথচ তিনি এ নিয়ে প্রশ্ন তোলেন।
 
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।