ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের জনসভা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের জনসভা শুরু

ঢাকা: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের জনসভা শুরু হয়েছে।

সোমবার (০৭ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে শুরু হয় এ জনসভা।



সভায় সভাপতিত্ব করছেন আ.লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

আ.লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঞ্চে উপস্থিত রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী ও মোহাম্মদ নাসিম প্রমুখ।

এদিকে, জনসভা উপলক্ষে দুপুরের পর থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এমইউএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।