ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

তারেকের কারাবন্দি দিবসে মহিলা দলের আলোচনা সভা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
তারেকের কারাবন্দি দিবসে মহিলা দলের আলোচনা সভা

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ মার্চ) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।



আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন মামলায় জড়িয়ে তার বিরুদ্ধে ক‍ুৎসা রটানোর ঘটনা এখনও অব্যাহত রয়েছে।

তাকে এবং তার পরিবারকে প্রতিহিংসামূলকভাবে দেশের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করতে এবং রাজনীতি থেকে দুরে সরিয়ে দিতেই এধরনের অপপ্রচার উল্লেখ করেন সেলিমা রহমান।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী এবং দেশের আপামর জনসাধারণ তারেক রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত রুখে দেবে।

মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতান, সিনিয়র সহ-সভাপতি বেগম রাবেয়া সিরাজ, সহ-সভাপতি লায়লা বেগম, নুরজাহান মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরীন, ইয়াসমিন আরা হক, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস ইসলাম, ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, মহিলা দল নেত্রী শিরীনা আক্তার রিনা, আয়েশা সিদ্দিকা মানি, সাবিনা ইয়াসমিন, রায়হান আক্তার বানু, তাহমিনা শাহীন প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।