ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

তারেককে অভিনন্দন জানালেন ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
তারেককে অভিনন্দন জানালেন ফখরুল

ঢাকা: ফের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নিবাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সোমবার (০৭ মার্চ) রাতে লন্ডনে অবস্থানরত তরেক রহমানকে ফোন দেন ফখরুল।



এ সময় তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীর পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানান। জবাবে তারেক রহমান ফখরুলকে ধন্যবাদ জানান এবং দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মঙ্গলবার (০৮ মার্চ) রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এসব তথ্য জানান।

এর আগে রোববার (০৬ মার্চ) কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় খলেদা জিয়াকে বিএনপির চেয়ারপারসন ও তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন তারেক রহমান। ২০০৯ সালে দলের পঞ্চম কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করে সেখানে তারেককে বসানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।