ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

‘হাসিনা নিজেই একজন মামলার আসামি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
‘হাসিনা নিজেই একজন মামলার আসামি’ খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি কাউন্সিলের মাধ্যমে কাকে চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে এটা নিধারণ করবে দলের নেতাকর্মীরা। এটা নিয়ে আরেকটি দলের প্রধান কথা বলতে পারেন না।

যিনি মাথা ঘামিয়েছেন তিনি নিজেই একজন মামলার আসামি।

বুধবার (০৮ মার্চ) বিকেল ৬টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী দল আয়োজিত তারেক জিয়ার ১০তম কারাবরণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার তারেকের বিরুদ্ধে মামলা দিচ্ছে কারণ, তারা তাকে ভয় পান। তারা তার নামে মিথ্যে মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চান।
 
শিগগিরই দেশে তারেক জিয়া ফিরে আসবেন, এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সরকারের সব ষড়যন্ত্র ও দুঃশাসন মোকাবেলা করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করে তারেক রহমানকে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি করবো আমরা।

‘বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত ভালো’ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর এমন বক্তব্যের সমালোচনা করে সভাপতির বক্তব্যে শাহ মোয়াজ্জেম বলেন, আপনি এসে একবার দেখে যান কেমন অবস্থা! নারীরা তাদের ইজ্জত নিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারছেন না। সবকিছু লুটপাট করে খাচ্ছে এই শাসক গোষ্ঠী। আর আপনি তাদের এতো বড় সার্টিফিকেট দিয়ে দিলেন!

প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর মন্তব্যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, সংবিধানের প্রতি আপনার নূন্যতম শ্রদ্ধা থাকলে তবে তাদের মন্ত্রীসভা থেকে ইমিডিয়েটলি বাদ দিতেন।
 
এসময় আরও বক্তব্য রাখেন- বিএনপি’র ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬/আপডেট: ০১৫৫ ঘণ্টা, ০৯ মার্চ
এমআইকে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।