ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াতের হরতাল

সাভারে শ্যামলী পরিবহনের দু’টি বাসে আগুন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
সাভারে শ্যামলী পরিবহনের দু’টি বাসে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই সাভারে শ্যামলী পরিবহনের দু’টি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্ব‍ৃত্তরা।

বুধবার (০৯ মার্চ) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে এঘটনা ঘটে।



পুলিশ সূত্রে জানায়, শ্যামলী গ্রুপের এনআর সিনজি ফিলিং স্টেশনে শ্যামলী পরিবহনের দু’টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় বাস দু’টি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। তবে বাস দু’টিতে যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে বুধবার জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থকরা বাস দু’টি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ শ্যামলী গ্রুপের কর্মকর্তাদের।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে জানান, বাসে আগুন দেওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা বাস দুটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
ওএইচ/এসএইচ

** হরতালের প্রভাব নেই রাজশাহীতে
** সচিবালয়ে প্রভাব নেই হরতালের
** হরতালে স্বাভাবিক শিল্পনগরী খুলনা
** ফেনীতে প্রভাবহীন হরতাল, মাঠে নেই জামায়াত
** জামায়াতের হরতাল চলছে, পরিস্থিতি স্বাভাবিক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।