ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালে স্বাভাবিক শিল্পনগরী খুলনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
হরতালে স্বাভাবিক শিল্পনগরী খুলনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: জামায়াতের ডাকা বুধবার (০৯ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালে স্বাভাবিক রয়েছে শিল্পনগরী খুলনা।

এদিন সকাল ৬টা থেকে হরতাল শুরুর পর সকাল ১০টা পর্যন্ত নগরী কিংবা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল-সমাবেশ বা পিকেটিংও চোখে পড়েনি।

নগরীতে স্বাভাবিকভাবেই গণপরিবহন চলাচল করছে। অফিস-আদালত, কল-কারখানা, দোকানপাট খুলেছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানও খোলা রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, জামায়াত নেতার ফাঁসির রায়কে কেন্দ্র করে যেনো কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা না হয়, সেজন্য সজাগ রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

একাত্তরে হত্যা-গণহত্যার দায়ে মঙ্গলবার (০৮ মার্চ) আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষনেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রতিবাদে বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত ইসলামী।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘন্টা, মার্চ ০৯, ২০১৬
এমআরএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।