ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

সচিবালয়ে প্রভাব নেই হরতালের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
সচিবালয়ে প্রভাব নেই হরতালের ফাইল ফটো

ঢাকা: প্রশাসনের কেন্দ্রবিন্দু রাজধানীর সচিবালয়ে কোনো প্রভাব ফেলেনি বুধবার (০৯ মার্চ) দেশব্যাপী সকাল-সন্ধ্যা জামায়াতের ডাকা হরতাল। অন্যান্য দিনের মত স্বাভাবিক রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সব কার্যক্রম।

  

জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখায় বুধবার সারাদেশে হরতাল ডেকেছে দলটি।

অন্য দিনের মতো এদিন সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে নির্দিষ্ট প্রবেশপথ দিয়ে এসেছেন। হরতাল উপেক্ষা করে কর্মকর্তাদের গাড়িতে করে সচিবালয়ে আসতে দেখা যায়। গাড়ি পার্কিংয়ের জায়গাগুলোও শূন্য ছিল না।

বিভিন্ন ভবনের লিফটগুলোতে লাইন ধরে কর্মকর্তা-কর্মচারীদের উঠতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অভ্যর্থনা কক্ষেও দর্শনার্থীদের উপস্থিতি।

সকাল ১০টার দিকে থেকে শিক্ষা, অর্থ, জ্বালানি, তথ্য, স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। নিয়মমাফিক কাজ করছেন তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘কীসের হরতাল, কই হরতাল?’

অন্যান্য দিনের মত উপস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

এদিকে, অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে সচিবালয় ও এর আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টেও পুলিশি নিরাপত্তা চোখে পড়ে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এমআইএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।