ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের প্রভাব নেই বরিশালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
হরতালের প্রভাব নেই বরিশালে

বরিশাল: আল বদর নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায় সুপ্রিম কোর্টে বহাল থাকায় জামায়াতের ডাকা হরতালে বরিশালে কোনো প্রভাব পড়েনি।

বুধবার (০৯ মার্চ) হরতালের শুরু থেকে সকাল ১০টা পর্যন্ত নগরীসহ জেলার কোথায় কোনো পিকেটিং বা মিছিল বের করার খবর পাওয়া যায়নি।



অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া আভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারীর পাশাপাশি নগরীতে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস আদালত, ব্যাংক-বীমা, স্কুল কলেজের কার্যক্রম রীতিমত শুরু হয়েছে। খুলেছে নগরীরর অধিকাংশ দোকানপাট।

নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আবু সালেহ রায়হান জানান, নগরজুড়ে নিরাপত্তায় তাদের ৫ শতাধিক পুলিশ এবং র‌্যাবের টহল দল রয়েছে। এখন পর্যন্ত কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।