ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে দলটির ডাকা হরতালের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

বুধবার (০৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।



ট্রাইব্যুনালের পর আপিল বিভাগেও মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকায় মঙ্গলবার (০৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল আহ্বান করে দলটি।

জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশ থেকে 'দেশ বিরোধী হরতাল মানি না, মানবো না, ইস্যুবিহীন হরতাল জনগণ মানবে না' এমন নানা স্লোগান দেওয়া হয়।

এসব কর্মসূচিতে অংশ নিয়েছে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, রমনা থানা আওয়ামী লীগ, বাংলাদেশ ৭১, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা লীগসহ বিভিন্ন সংগঠন নেতারা।

এদিকে, জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যার হরতালে যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এইচআর/ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।