ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতার মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় বিএনপি সমর্থিত চেয়রম্যান প্রার্থীর সমর্থক শামসুল হক ছোট্ট (২৭) মারা গেছেন।

মঙ্গলবার (৮ মার্চ) দিনগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



শামসুল উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল বারীর ছেলে। তিনি নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

শেখমাটিয়া ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে শামসুল আলম ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির হোসেন মোটরসাইকেলে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরছিলেন। রঘুনাথপুর সড়কের কাছে পৌঁছালে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের এসএম কাইউম উজ জামানের কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় রাতেই তাদের নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে শামসুল হক মারা যান।

এ প্রসঙ্গে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।

তবে বিএনপি প্রার্থীর এ অভিযোগ অস্বীকার করে এসএম কাইউম উজ জামান বলেন, আমরা প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না। এই ঘটনার সঙ্গে আমার কোনো সমর্থক জড়িত না।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬/আপডেট: ১৩৫৭ ঘণ্টা.
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।